• ঢাকা, বাংলাদেশ
  • রোববার, ০৭ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২

কোরিয়ায় নিষিদ্ধ হলো কুকুরের মাংস

কোরিয়ায় নিষিদ্ধ হলো কুকুরের মাংস

ছবি- সংগৃহিত

আন্তর্জাতিক ডেস্ক

অবশেষে কুকুরের মাংস খাওয়া ও ক্রয়-বিক্রয় নিষিদ্ধ করে বিল পাশ করা হয়েছে দক্ষিণ কোরিয়ার পার্লামেন্টে। এর মধ্যে দিয়ে দেশটিতে শতাব্দীপ্রাচীন বিতর্কিত এই চর্চা বন্ধ হতে চলেছে।

কোরিয়ার এক কক্ষের পার্লামেন্টে কুকুরের মাংস খাওয়া নিষিদ্ধ করার বিলটি ২০৮/০ ভোটে পাশ হয়। শুধু দুইজন সদস্য অনুপস্থিত থাকায় ভোট দিতে পারেননি।

এই আইন অমান্য করে মানুষের খাওয়ার জন্য কুকুর প্রজনন ও হত্যা করা হলে সর্বোচ্চ তিন বছরের কারাদণ্ড অথবা ৩ কোটি ওন (২২ হাজার ৮০০ মার্কিন ডলার) জরিমানা গুনতে হবে। তবে নতুন এই আইন মেনে চলতে তিন বছরের 'গ্রেস পিরিয়ড' পাবেন এই খাতের সঙ্গে সংশ্লিষ্টরা।

কোরিয়ায় দীর্ঘদিন ধরে বিশ্বাস করা হতো, গ্রীষ্মকালের আর্দ্র আবহাওয়ায় কুকুরের মাংস খেলে শরীরের বল বাড়ে। কিন্তু সাম্প্রতিক সময়ে কুকুরের মাংস খাওয়ার এই চর্চা নেই বললেই চলে। বয়স্করা ছাড়া এখন আর তেমন কেউ কুকুরের মাংস খান না।

০৯ জানুয়ারি ২০২৪, ০৬:২০পিএম, ঢাকা-বাংলাদেশ।