পায়রা বন্দরে এলো বিদ্যুৎকেন্দ্রের মালামালবাহী জাহাজ
প্রতিকী ছবি
পটুয়াখালীর কলাপাড়ায় নির্মিত পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্রের দুটি অত্যাধুনিক শিপ আনলোডার ক্রেন নিয়ে পায়রা বন্দরে ভিড়েছে এমভি জি সান নামের একটি মাদার ভ্যাসেল।
বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় চীনের ইউংডাও বন্দর থেকে এটি পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের জেটিতে এসে পৌঁছায়। ১৬২৮.৫৬ মেট্রিক টনের এ আনডোলার দুটি বর্তমানে ওই জাহাজ থেকে খালাস এবং বিদ্যুৎকেন্দ্রের জেটিতে স্থাপনের কাজ চলছে। জাহাজটির দৈর্ঘ্য ১৮৬.৭ মিটার, আর প্রস্থ ৪৬ মিটার। দ্রুত সময়ের মধ্যে কয়লা আমদানি করে আগামী জুনে এ বিদ্যুৎকেন্দ্রটির উৎপাদন কাজ শুরু করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
বিদ্যুৎকেন্দ্রের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আশরাফ উদ্দিন বলেন, পায়রা বন্দরের সহযোগিতায় এ আনলোডার দুটি আজ জেটির কাছে এসে পৌঁছেছে। আমরা আনলোডার দুটি খালাস কার্যক্রম শুরু করেছি। ইতোমধ্যে আমাদের এ বিদ্যুৎকেন্দ্রের ৮৫ ভাগ নির্মাণকাজ শেষ হয়েছে। আগামী মে মাসে পরীক্ষামূলকভাবে আমরা একটি ইউনিটের (৬৬০ মেগাওয়াট) বিদ্যুৎ উৎপাদন শুরু করতে চাই। আর জুন মাসে বাণিজ্যিকভাবে এ কেন্দ্র থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু হবে।
পায়রা বন্দরের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল আব্দুল্লাহ আল মামুন চৌধুরী বলেন, একের পর এক মাদার ভ্যাসেল পায়রা বন্দরে ভিড়ছে। বন্দরের গভীরতা এখন ১০.৬ মিটার। আজ বন্দরের জন্য একটি গুরুত্বপূর্ণ দিন, কারণ প্রথমবারের মতো দুটি আনলোডার একসঙ্গে একটি মাদার ভ্যাসেলে করে নিয়ে এসেছে বিদ্যুৎকেন্দ্র কর্তৃপক্ষ।
তিনি আরও বলেন, এ পর্যন্ত দেশি-বিদেশি ২ হাজার ৪০০টি জাহাজের পণ্য খালাসের মধ্য দিয়ে পায়রা বন্দরের মাধ্যমে সরকার রাজস্ব আয় করেছে প্রায় ১ হাজার ২০০ কোটি টাকা। খুব শিগগিরই প্রথম টার্মিনালের নির্মাণকাজ শেষ হবে। তখন বন্দরের জেটিতেই মাদার ভ্যাসেল খালাস কার্যক্রম চলবে।