চার পেসার শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ, হারিস রউফ ও মোহাম্মদ হাসনাইনের বোলিং নৈপুণ্যে ২২ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে ওয়ানডে সিরিজ জিতলো পাকিস্তান। আজ সিরিজ নির্ধারনী তৃতীয় ও শেষ ওয়ানডেতে পাকিস্তান ৮ উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়াকে। সিরিজের প্রথম ম্যাচে
মাদক বহনের অভিযোগে কানাডা ক্রিকেট দলের অধিনায়ক নিকোলাস কির্টনকে গ্রেফতার করা হয়েছে।
জ্যামাইকার দৈনিক ‘দ্য গ্লিনার’-এ প্রকাশিত এক রিপোর্টে বলা হয়েছে, গত রোববার বার্বাডোজের গ্র্যান্টলি অ্যাডামস আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাতেই স্থানীয় পুলিশ আটক করে কির্টনকে। তার কাছে ২০ পাউন্ড (প্রায় ৯ কেজি) নিষিদ্ধ ঘোষিত গাঁজা পাওয়া গেছে। এরপর থেকে পুলিশি হেফাজতে আছেন কির্টন। এ বিষয়ে ক্রিকেট কানাডাকে অবহিত করা হয়েছে।