• ঢাকা, বাংলাদেশ
  • সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২

সিঙ্গাপুরের বিপক্ষে জিততে চাই বাংলাদেশের একাদশ

সিঙ্গাপুরের বিপক্ষে জিততে চাই বাংলাদেশের একাদশ

স্পোর্টস ডেস্ক

হামজা চৌধুরীর দলে যোগ দেওয়ার পরই ফুটবল নিয়ে আগ্রহ বেড়েছিল। এরপর ভারতের বিপক্ষে মার্চ মাসের ড্র হওয়া ওই ম্যাচের পর থেকেই বাংলাদেশের ফুটবল নিয়ে মানুষের আগ্রহটা উন্মাদনায় রূপ নিয়েছে। সেই বাংলাদেশ আজ সিঙ্গাপুরের বিপক্ষে খেলবে। এই ম্যাচে যে কোনো মূল্যে জিততে চাইলেন কোচ হাভিয়ের কাবরেরা।

ইতালিতে খেলা ফাহামেদুল ইসলাম গত সপ্তাহে ভুটানের বিপক্ষে বাংলাদেশের জার্সিতে অভিষিক্ত হয়েছেন। এবার দলের সঙ্গে যোগ দিয়েছেন কানাডাভিত্তিক ফুটবলার শামিত সোম। এই ম্যাচেই তার অভিষেক হবে। দলের সম্ভাবনা বাড়ছে, বিকল্পও বেড়েছে। তাই কোচ হাভিয়ের কাবরেরা একমাত্র জয়কেই পাখির চোখ করলেন।

১০ জুন ২০২৫, ০৪:৫৮পিএম, ঢাকা-বাংলাদেশ।