প্যারিসের সিন নদীতে অলিম্পিকের বৃষ্টিভেজা উদ্বোধন
০৮:৫৩এএম, ২৮ জুলাই ২০২৪, রোববার
অপরূপ, অনন্য, অসাধারণ। কোনো বিশেষণই যথেষ্ট মনে হচ্ছে না প্যারিস অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানের জন্য। শুক্রবার বাংলাদেশ সময় রাত সারে ১১টায় গেমসের পর্দা ওঠে। তার ঘণ্টাদুয়েক আগেই জনসমুদ্রে পরিণত হয় সিন নদীর দুই তীর। অনুষ্ঠানকে ঘিরে আনন্দ-উৎসবের বান ডাকে। আলোক রশ্মির বর্ণিল ছটা মুগ্ধ করে দর্শকদের। টেলিভিশনের কল্যাণে স্টেডিয়ামের গণ্ডি ছাড়িয়ে বিশ্বের প্রায় ৫০০ কোটি দর্শক বিমোহিত হয়েছেন। পারফরমাররা ইন্দ্রজাল বিস্তার করেছিলেন অনুষ্ঠানজুড়ে।
বিস্তারিত