যা কিছু আমার সবই তোমার, যাকে বললেন হার্দিক পান্ডিয়া

ফাইল ছবি
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে ভারত। খেলোয়াড়দের আবেগময় মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। উত্থান-পতনের পরে ফর্মে ফিরে সাফল্য পেয়েছেন হার্দিক পান্ডিয়াও। টিম জিততেই সেদিন আবেগে কান্নায় ভেঙে পড়েছিলেন তিনি।
এদিকে আবার ব্যক্তিগত জীবনেও টানাপড়েনের মধ্যেই দিন কাটছে হার্দিকের। তবে স্ত্রী নাতাশার সঙ্গে সম্পর্ক যে পর্যায়েই থাকুক না কেন, নিজের সাফল্য ছেলের সঙ্গে ভাগ করে নিলেন হার্দিক পান্ডিয়া।
হার্দিক পান্ডিয়ার পরিবারও তার সাফল্য সেলিব্রেট করেছে। হার্দিক বাড়িতে ফিরবে সেকথা মাথায় রেখেই তার মুম্বাইয়ের বাড়িতে রাখা হয়েছিল সারপ্রাইজ পার্টি। নীল বেলুনে সাজিয়ে তোলা হয়েছিল গোটা বাড়ি। আর সেখানেই নিজের সাফল্যের মেডেল ছেলে অগস্ত্যর হাতে তুলে দেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা ছবিতে দেখা যায়, হার্দিক ছেলেকে কোলে নিয়ে আদর করে দিচ্ছেন। হার্দিক এই ছবি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, ‘অর্থাৎ আমার নম্বর ওয়ান, আমি যা কিছুই করি সবই তোমার জন্য।’
তবে এতকিছুর পরেও হার্দিক তার পোস্টে কোথাও স্ত্রী নাতাশার কথা উল্লেখ করেননি বা তাকে ট্যাগও করেননি। এদিকে নাতাশাও এখন পর্যন্ত হার্দিককে শুভেচ্ছা জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনও পোস্ট করেননি। এমনকি সেলিব্রেশনের ছবিতে নাতাশাকে দেখাও গেল না।
উল্লেখ্য, বিয়ে-বিচ্ছেদ নিয়ে মুখ না খুললেও সম্প্রতি গাড়ির মধ্যে বুকে বাইবেল জড়িয়ে একটা ভিডিও পোস্ট করেছেন নাতাশা সট্যানকোভিচ। সেখানে নাতাশাকে নিজের গাড়িতে যেতে যেতে বলতে শোনা যায়, তিনি ‘নির্দিষ্ট কিছু পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছেন যেটা কাউকে নিরুৎসাহিত, হতাশ, দুঃখী এবং হারিয়ে যাওয়ার অনুভূতি দেয়।