• ঢাকা, বাংলাদেশ
  • শুক্রবার, ১১ জুলাই ২০২৫, ২৭ আষাঢ় ১৪৩২

শীর্ষে মার্তিনেজ

শীর্ষে মার্তিনেজ

স্পোর্টস ডেস্ক

আমেরিকায় কোপার শিরোপা ধরে রাখার লক্ষ্য ও আর্জেন্টিনার। মহাদেশীয় মুকুট ধরে রাখার জন্য বেশি ভরসা ছিলেন লিওনেল মেসি।

 

ইনজুরির কারণে বিশ্রামে ছিলেন পেরুর বিপক্ষে গ্রুপ পর্বে শেষ ম্যাচে। তবে কানাডা ও চিলির বিপক্ষে গোল পাননি আর্জেন্টিনা অধিনায়ক। অর্থাৎ চলতি কোপায় এখনো গোল পাননি মেসি।

 

সেই অভাব দূর করছেন লাউতারো মার্তিনেজ ও জুলিয়াল আলভারেজ। কোপা ও বিশ্বকাপ জয়ীদের হয়ে তিন ম্যাচে গোল করেছেন এই দুই স্ট্রাইকার।

 

তবে একটু বেশি এগিয়ে লাউতারো। এবারের কোপায় প্রথম দুই ম্যাচে বদলি হিসেবে নামেন তিনি। কানাডা ও চিলির বিপক্ষে আলভারেজের বদলি হিসেবে নেমে করেন গোল।

 

পেরুর বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ছিলেন শুরুর একাদশে। প্রথমার্ধে গোলহীন আর্জেন্টিনাকে দ্বিতীয়ার্ধের শুরুতে গোল উপহার দেন মার্তিনেজ। পরে ম্যাচ শেষ দিকে আরও এক গোল করেন লাউতারো।

 

জাতীয় দলের জার্সিতে সব শেষ ছয় ম্যাচে সাত গোল করেছেন তিনি।

 

৩০ জুন ২০২৪, ০৯:৪৮এএম, ঢাকা-বাংলাদেশ।