• ঢাকা, বাংলাদেশ
  • রোববার, ০৭ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২

বিশ্ব অর্থনৈতিক ফোরামে যোগ দিতে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ

বিশ্ব অর্থনৈতিক ফোরামে যোগ দিতে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ

নিজস্ব প্রতিবেদক

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছে বিশ্ব অর্থনৈতিক ফোরামের (ডব্লিউইএফ) প্রতিষ্ঠাতা ও নির্বাহী চেয়ারম্যান অধ্যাপক ক্লাউস শোয়াব। তিনি বলেছেন, তিনি আত্মবিশ্বাসী যে তাঁর (শেখ হাসিনা) নেতৃত্বে বাংলাদেশ অর্থনৈতিক সম্ভাবনাকে পুরোপুরি কাজে লাগাতে সক্ষম হবে এবং ২০৪১ সালের মধ্যে একটি উন্নত দেশে পরিণত হবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাঠানো বার্তায় শোয়াব বলেন, "আপনার নেতৃত্বে গৃহীত সাহসী সংস্কারগুলো বাংলাদেশের অর্থনৈতিক ও সামাজিক অবস্থানকে উন্নত করতে সহায়তা করেছে।"

তিনি ২০২৪ সালের ১৫ থেকে ১৯ জানুয়ারি সুইজারল্যান্ডের দাভোস-ক্লিস্টারসে অনুষ্ঠিতব্য বিশ্ব অর্থনৈতিক ফোরামের ৫৪তম বার্ষিক সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানান। এবারের বার্ষিক সভার থিম হচ্ছে- 'রিবিল্ডিং ট্রাস্ট'।

১০ জানুয়ারি ২০২৪, ০৩:৫৫পিএম, ঢাকা-বাংলাদেশ।