• ঢাকা, বাংলাদেশ
  • বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ১ কার্তিক ১৪৩২

ঠাণ্ডাজনিত সমস্যায় হাসপাতালে ভর্তি দেশের জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান

ঠাণ্ডাজনিত সমস্যায় হাসপাতালে ভর্তি দেশের জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান

বিনোদন ডেস্ক

ঠাণ্ডাজনিত সমস্যায় আক্রান্ত হয়ে চার দিন ধরে হাসপাতালে ভর্তি রয়েছেন দেশের জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান। ঈদের আগেরদিন (শুক্রবার) হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

অভিনেতার স্ত্রী, মডেল ও নৃত্যশিল্পী সাদিয়া ইসলাম মৌ জানান, হঠাৎ ঠাণ্ডা লেগে জ্বর আসে এবং এরপর থেকেই শারীরিক অবস্থা কিছুটা খারাপ হতে থাকে। তবে বর্তমানে জাহিদ হাসানের অবস্থার উন্নতি হয়েছে এবং তিনি অনেকটাই সুস্থ আছেন।

মৌ জানান, হঠাৎ করেই ঠাণ্ডা লেগে গিয়েছিল। এরপর জ্বর আসে এবং শরীর দুর্বল হয়ে পড়ে। তখনই হাসপাতালে ভর্তি করা হয়। এখন আগের চেয়ে অনেক ভালো আছেন।

চিকিৎসকের বরাত দিয়ে সাদিয়া ইসলাম মৌ গণমাধ্যমকে বলেন, উনার (জাহিদ) তো একটু ঠাণ্ডাজনিত, অর্থাৎ নিউমোনিয়ার সমস্যা রয়েছে। ঠাণ্ডা থেকেই এমনটা হয়েছে।এখন ভালো আছে, সম্পূর্ণ বিশ্রামে রয়েছে। চিকিৎসক জানিয়েছেন, একটু সুস্থ হলেই বাসায় নিয়ে যেতে পারব।

এদিকে ঈদুল আজহা উপলক্ষে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে জাহিদ হাসান অভিনীত চলচ্চিত্র ‘উৎসব’। পারিবারিক গল্পনির্ভর এই ছবিটি পরিচালনা করেছেন তানিম নূর। এতে আরও অভিনয় করেছেন আফসানা মিমি, অপি করিম, চঞ্চল চৌধুরী ও জয়া আহসান।

০৯ জুন ২০২৫, ০৬:৪৯পিএম, ঢাকা-বাংলাদেশ।