যে কথা বলে ভাইরাল শোয়েবের নতুন স্ত্রী
ছবি- সংগৃহিত
পাকিস্তানি ক্রিকেটার শোয়েব মালিকের বর্তমান স্ত্রী সানা জাভেদ। তিনি পেশায় অভিনেত্রী। কিন্তু অভিনয়ের জন্য যত না তিনি পরিচিত, তার চেয়েও বেশি খবরের শিরোনামে মাঝে মাঝে চলে আসেন বিতর্কের জন্য। কখনো প্রেম, কখনো বিবাহবিচ্ছেদ, কখনো আবার সহকর্মীর সঙ্গে দুর্ব্যবহার।
‘বদমেজাজি’ বলে সুনাম রয়েছে শোয়েবের নতুন স্ত্রীর। কারণে-অকারণে মেজাজ হারানো এবং সামাজিক মাধ্যমে কারও ওপরে ক্ষোভ উগরে দেওয়ার অভ্যাস রয়েছে তার। তবে বছর দুই আগে বেশ বাড়াবাড়ি পর্যায় পৌঁছে যায় একটি ঘটনা। তাকে কাজও হারাতে হয় সে কারণে।
বহু বছর ধরে এক নামি ফ্যাশন সংস্থার মুখ ছিলেন সানা। তারই একটি ফটোশুটে গিয়েছিলেন। সেখানে এক মডেল মানাল সালিমও ছিলেন তার সঙ্গে। শুটের দিনে আগে সেটে পৌঁছান মানাল। মেকআপ রুম ছিল একটাই। তিনি প্রথমেই সাজা শুরু করেন। সানা পরে পৌঁছে আলাদা মেকআপ রুম না পেয়ে মেজাজ হারান। মানালকে মেকআপ রুম থেকে বেরিয়েও যেতে বলেন বলেও দাবি।
কলাকুশলীদের কথায়, পরে মানালের শুটের সময় তিনি গিয়ে বাধা দেন। ক্যামেরা বন্ধ করতে বলেন। এবং দুজনের ঝগড়া অনেক দূর গড়ায়। কারণ শোনা যায়, সানা নাকি অশ্রাব্য ভাষায় গালাগাল করছিলেন মানালকে। বলেন, ‘এসব দুই টাকার শিল্পীর সঙ্গে আমায় ডাকবেন না আর।’
ওই ঘটনায় স্তব্ধ হয়ে যায় পাকিস্তানের বিনোদন দুনিয়া।