• ঢাকা, বাংলাদেশ
  • বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ২৭ অগ্রহায়ণ ১৪৩২

‘পদ্মশ্রী’ সম্মাননা পাচ্ছেন রেজওয়ানা চৌধুরী বন্যা

‘পদ্মশ্রী’ সম্মাননা পাচ্ছেন রেজওয়ানা চৌধুরী বন্যা

বিনোদন ডেস্ক

রবীন্দ্রসংগীতের বরেণ্য শিল্পী বাংলাদেশের রেজওয়ানা চৌধুরী বন্যা ভারতে পদ্মশ্রী পদক পাচ্ছেন। এটি ভারতের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক সম্মাননা। এ বছর ১১০ জনকে পদ্মশ্রী সম্মাননা দেওয়া হবে।

এ সম্মাননা পাওয়ার খবরে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় রেজওয়ানা চৌধুরী বলেন, যে কোনো স্বীকৃতিই আনন্দের। খুবই সম্মানীত বোধ করছি।

উল্লেখ্য, এর আগে তিনি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের ‘বঙ্গভূষণ’ পদক পেয়েছিলেন।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা ও সংগীত বিভাগের সহযোগী অধ্যাপক ও নৃত্যকলা বিভাগের চেয়ারপার্সন হিসেবে দায়িত্ব পালন করছেন।

২৬ জানুয়ারি ২০২৪, ০২:৪৬পিএম, ঢাকা-বাংলাদেশ।