‘পদ্মশ্রী’ সম্মাননা পাচ্ছেন রেজওয়ানা চৌধুরী বন্যা
রবীন্দ্রসংগীতের বরেণ্য শিল্পী বাংলাদেশের রেজওয়ানা চৌধুরী বন্যা ভারতে পদ্মশ্রী পদক পাচ্ছেন। এটি ভারতের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক সম্মাননা। এ বছর ১১০ জনকে পদ্মশ্রী সম্মাননা দেওয়া হবে।
এ সম্মাননা পাওয়ার খবরে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় রেজওয়ানা চৌধুরী বলেন, যে কোনো স্বীকৃতিই আনন্দের। খুবই সম্মানীত বোধ করছি।
উল্লেখ্য, এর আগে তিনি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের ‘বঙ্গভূষণ’ পদক পেয়েছিলেন।
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা ও সংগীত বিভাগের সহযোগী অধ্যাপক ও নৃত্যকলা বিভাগের চেয়ারপার্সন হিসেবে দায়িত্ব পালন করছেন।