• ঢাকা, বাংলাদেশ
  • মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২

ধর্ম পরিবর্তন নিয়ে যা বললেন চিত্রনায়ক বাপ্পি

ধর্ম পরিবর্তন নিয়ে যা বললেন চিত্রনায়ক বাপ্পি

ফাইল ছবি

বিনোদন ডেস্ক

সম্প্রতি ঢাকাই সিনেমার চিত্রনায়ক বাপ্পি চৌধুরীকে একটি ওয়াজ মাহফিলে অংশ নিতে দেখা যায়। নিজের ফেসবুক পেজ থেকেই সেই মাহফিলের লাইভ করেন বাপ্পি। যেখানে দেখা যায়, স্টেজে আলোচনা করছেন একজন আলেম। বাপ্পি তার পাশে বসে মনোযোগ দিয়ে কথাগুলো শুনছিলেন।

অন্য ধর্মের হয়েও একটি ইসলামিক আয়োজনে নায়কের এমন অংশগ্রহণ দুইভাবেই দেখছেন নেটিজেনরা। কেউ কেউ বাপ্পির প্রশংসা করেছেন, আবার কেউ তার সমালোচনায় মেতেছেন।

বাপ্পি চৌধুরী গণমাধ্যমকে জানান, পরিচিত এক ভাইয়ের আমন্ত্রণে মুন্সীগঞ্জ জেলায় একটি কোরআন প্রতিযোগিতায় বিশেষ অতিথি হিসেবে অংশগ্রহণ করেছিলেন। সেখানে প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দেওয়া শেষে ইসলামিক আলোচনা ও কোরআন তেলওয়াত শুনেছেন।

বাপ্পি বলেন, ‘ইসলাম ধর্মের প্রতি আমার যথেষ্ট সম্মান রয়েছে। তাই বলে অন্য ধর্মের প্রতি সম্মান নেই, বিশ্বাস নেই এমন কিন্তু নয়। সকল ধর্মের প্রতিই আমার বিশ্বাস রয়েছে।’

এই নায়ক বলেন, ‘ইসলাম ধর্মের বিভিন্ন দিক আমার বেশ পছন্দের। বিশেষ করে, শিশু কিশোরদের কোরআন তেলওয়াত। হাজারো শিশু এই কোরআন মুখস্থ করে, তেলওয়াত করে। যা আমাকে বেশ মুগ্ধ করে।’

বাপ্পি যোগ করেন, ‘ইসলামিক কোনো আয়োজনে অংশগ্রহণ করায় বিষয়টি নিয়ে কোনো বিতর্ক হোক আমি চাই না। ইসলাম ধর্মের প্রতি সম্মান আছে, তাই বলে নিজ ধর্ম পরিবর্তন করবো- এমন কোনো ভাবনা নেই। আমার কাছে মানবধর্ম বড় ধর্ম।’

০৭ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:৫৮পিএম, ঢাকা-বাংলাদেশ।