‘অ্যাডাল্ট’ চরিত্র থেকে বের হতে চান রাজশ্রী
ছবি- সংগৃহিত
ভারতীয় অ্যাডাল্ট বা প্রাপ্ত বয়স্কদের সিরিজগুলোতে বোল্ড চরিত্রে অভিনয় করে বহুল আলোচিত হয়েছেন রাজশ্রী দেশ পান্ডে। ‘সেক্রেড গেমস’, ‘ট্রায়াল বাই ফায়ার’-এর মতো জনপ্রিয় সিরিজে তিনি দাপটের সঙ্গে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন।
বিশেষ করে অনুরাগ কাশ্যপের পরিচালনায় ‘সেক্রেড গেমস’-এর ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয়ের পর থেকে রাজশ্রী ব্যাপক সমালোচনার মুখে পড়েন। নওয়াজুদ্দিন সিদ্দিকীর সঙ্গে সেই দৃশ্যটি সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল ভাবে ছড়িয়ে পড়ে।
সম্প্রতি ভারতীয় গণমাধ্যম জুম ও ইন্ডিয়ান এক্সপ্রেসের সঙ্গে সাক্ষাৎকারে এসব নিয়ে কথা বলেছেন অভিনেত্রী। তিনি বলেছেন, ‘সেক্রেড গেমস’-এর ঘনিষ্ঠ দৃশ্যগুলো অন্তর্জালে ছড়িয়ে পড়ার পর আমাকে লক্ষ্যবস্তু করা হয়। ভিডিওর নিচে লেখা হয় নানা বিদ্রুপাত্মক মন্তব্য। অনেকে তো আমার নামের সঙ্গে ‘প্রাপ্তবয়স্কদের বা অ্যাডাল্ট অভিনেত্রী’র তকমাও জুড়ে দেন। এগুলো আমাকে হতাশ করে।
সাক্ষাৎকারে তিনি আক্ষেপ করে বলেন, ঘনিষ্ঠ দৃশ্য অভিনয়ের জন্য আমাকে যেভাবে প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে, সহঅভিনেতা নওয়াজুদ্দিন বা পরিচালক অনুরাগকে কিন্তু সেই প্রশ্নগুলো করা হয়নি।
রাজশ্রী জানান, ‘সেক্রেড গেমস’-এর দৃশ্যটিতে অভিনয়ের সময় তাঁর একটুও অস্বস্তি হয়নি। নওয়াজুদ্দিন ও অনুরাগ মিলে তাঁকে সর্বোচ্চ সহযোগিতা করেছেন। তবে সিরিজটি মুক্তির পর যা হয়েছে, তা দ্রুতই ভুলে যেতে চান তিনি।
প্রসঙ্গত, ২০১১ সাল থেকে নিয়মিত অভিনয় করছেন রাজশ্রী। ওয়েব সিরিজ ছাড়াও তাঁকে দেখা গেছে ভারতের বিভিন্ন ভাষার সিনেমায়। হিন্দি, মালয়ালম, মারাঠি, উর্দু ছবিতে অভিনয় করেছেন তিনি। এ ছাড়া ছিলেন ব্রিটিশ টিভি সিরিজ ‘ম্যাকমাফিয়া’তে।