বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট ফ্রান্সের
ছবি- সংগৃহিত
বিশ্বের যেকোনো দেশে যেতে হলে একটি বৈধ পাসপোর্ট প্রয়োজন। রাষ্ট্রের নাগরিক হিসেবে স্বীকৃতি দলিল হিসেবে প্রমাণ করে পাসপোর্ট। তবে বিশ্বের সব দেশের পাসপোর্টের মর্যাদা সমান নয়। বিশ্বে এমন কয়েকটি দেশ রয়েছে যে দেশের পাসপোর্টধারীদের অন্যান্য দেশের তুলনায় বেশি দাম দেওয়া হয়। এমনকি বিশ্বের বহু দেশে ভিসা ছাড়াই প্রবেশ করা যায় এসব পাসপোর্ট নিয়ে।
প্রতিবারের মতো এবারও বিশ্বের সবচেয়ে শক্তিশালী ও দুর্বল পাসপোর্টের সূচক প্রকাশ করেছে যুক্তরাজ্যের লন্ডনভিত্তিক প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনারস।
কোনো দেশের পাসপোর্ট দিয়ে আগাম ভিসা ছাড়া কিংবা ভিসামুক্ত সুবিধা নিয়ে কতটি দেশে যাওয়া যায়, তার ওপর ভিত্তি করে এই সূচক তৈরি করা হয়। সূচক তৈরিতে ব্যবহার করা হয় ইন্টারন্যাশনাল ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশনের (আইএটিএ) তথ্য।
২০২৪ সালের এই তালিকায় একেবারে শীর্ষে রয়েছে ফ্রান্স, জার্মানি, ইটালি, জাপান, সিঙ্গাপুর এবং স্পেনের পাসপোর্ট। এই দেশের নাগরিকরা বিশ্বের ১৯৪টি গন্তব্য যেতে পারবেন ভিসা ছাড়া।
এদিকে চলতি বছর বিশ্বের শক্তিশালী পাসপোর্টের সূচকে চলতি বছর এক ধাপ এগিয়েছে বাংলাদেশ। এ তালিকায় বাংলাদেশের অবস্থান এখন ৯৭তম। বাংলাদেশি পাসপোর্টধারীরা বর্তমানে আগাম ভিসা ছাড়া ৪২টি দেশে প্রবেশ করতে পারবেন।
শক্তিশালী পাসপোর্ট তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ফিনল্যান্ড, সুইডেন এবং দক্ষিণ কোরিয়া। এই সব দেশের পাসপোর্টধারীরা বিশ্বের ১৯৩টি দেশে যেতে পারবেন ভিসা ছাড়া।