• ঢাকা, বাংলাদেশ
  • বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ২৬ অগ্রহায়ণ ১৪৩২

মরক্কোর যাত্রীবাহী বিমান আফগানিস্তানে বিধ্বস্ত, বহু হতাহত

মরক্কোর যাত্রীবাহী বিমান আফগানিস্তানে বিধ্বস্ত, বহু হতাহত

ছবি- সংগৃহিত

আন্তর্জাতিক ডেস্ক

উত্তর আফগানিস্তানে এক যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছে। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ বিস্তারিত জানা না গেলেও বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে।

রবিবার বিমানটি উত্তর বাদাখশান প্রদেশে বিধ্বস্ত হয়েছে বলে খবর পাওয়া গেছে। খবর টোলো নিউজের।

প্রদেশটির তথ্য ও সংস্কৃতি দফতরের কর্মকর্তা জাবিহুল্লাহ আমিরি বলেন, কুরান-ওয়া-মুঞ্জান জেলার তোপখানা এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে। বিস্তারিত জানতে ও উদ্ধার তৎপরতার জন্য সেখানে একটি দল পাঠানো হয়েছে।

যদিও বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বিমানটি ভারতের বলে দাবি করা হয়, তবে ভারতীয় কর্তৃপক্ষ জানিয়েছে এটি তাদের নয়। অবশ্য কিছু কিছু গণমাধ্যম জানিয়েছে, এটি মরক্কোর প্লেন।

২১ জানুয়ারি ২০২৪, ০৫:৩৩পিএম, ঢাকা-বাংলাদেশ।