• ঢাকা, বাংলাদেশ
  • বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ১ কার্তিক ১৪৩২

যুদ্ধবিরতি পরিকল্পনার পরও বোমাবর্ষণ গাজায়

যুদ্ধবিরতি পরিকল্পনার পরও বোমাবর্ষণ গাজায়

আন্তর্জাতিক ডেস্ক

হামাস ও ইসরাইল যুদ্ধবিরতি পরিকল্পনায় সম্মত হওয়ার ঘোষণার পরও বৃহস্পতিবার গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা ওই অঞ্চলে বেশ কয়েকটি হামলার কথা জানিয়েছে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

গাজায় প্রস্তাবিত যুদ্ধবিরতি কাঠামোর বিষয়ে গত রাতে একটি চুক্তি ঘোষণার পর এ হামলা চালানো হয়। বিশেষ করে উত্তর গাজা এলাকায় বেশ কয়েকটি এলাকায় বিস্ফোরণের খবর পাওয়া গেছে। 

বেসামরিক প্রতিরক্ষা সংস্থার কর্মকর্তা মোহাম্মদ আল-মুগাইর গাজা সিটিতে ‘একাধিক বিমান হামলার’ কথা জানিয়েছেন।

০৯ অক্টোবর ২০২৫, ০৬:৪২পিএম, ঢাকা-বাংলাদেশ।