• ঢাকা, বাংলাদেশ
  • শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬, ২ মাঘ ১৪৩২

চীনে দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ৩৯

চীনে দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ৩৯

ছবি- সংগৃহিত

আন্তর্জাতিক ডেস্ক

চীনের একটি দোকানে অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ৩৯ জন নিহত হয়েছেন। এতে গুরুতর আহত হয়েছেন আরও ৯ জন। বুধবার দেশটির মধ্যাঞ্চলীয় জিয়াংসি প্রদেশের জিনিউতে এ ঘটনা ঘটে।

প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় বুধবার (২৪ জানুয়ারি) বিকাল ৩টা ২৪ মিনিটে জিয়াংসির জিনিউতে একটি দোকানের নিচতলায় আগুন লাগে। রিপোর্ট লেখা পর্যন্ত ওই দুর্ঘটনায় ৩৯ জনের প্রাণহানি ও ৯ জন দগ্ধ হওয়ার খবর পাওয়া যায়।

চীনের রাষ্ট্র সমর্থিত গ্লোবাল টাইমস ঘটনার একটি ভিডিও প্রকাশ করেছে। যেখানে ভবনের ভেতর থেকে কালো ধোঁয়া বেরিয়ে আসতে এবং লোকজনকে জানালা দিয়ে লাফ দিতে দেখা যায়। বিবিসি অবশ্য স্বাধীনভাবে ওই ভিডিও ফুটেজের সত্যতা যাচাই করতে পারেনি।

২৫ জানুয়ারি ২০২৪, ০২:৪৯পিএম, ঢাকা-বাংলাদেশ।