• ঢাকা, বাংলাদেশ
  • রোববার, ০৭ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২

ফ্রান্সের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হলেন উদীয়মান নেতা আতাল

ফ্রান্সের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হলেন উদীয়মান নেতা আতাল

নিজস্ব প্রতিবেদক

৩৪ বছর বয়সী গ্যাব্রিয়েল আতাল দেশটির নতুন প্রধানমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন। তিনি ফ্রান্সের রাজনীতিতে উদীয়মান নেতা। এর আগে তিনি দেশটির শিক্ষামন্ত্রী ছিলেন। প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ মঙ্গলবার তাকে এ পদে নিয়োগ দেন। আতাল ফ্রান্সের ইতিহাসে সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী।

ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় মধ্যবিত্ত নাগরিকরা যে সংকটে পড়েছেন তা সমাধানের প্রতিশ্রুতি দিয়ে নতুন প্রধানমন্ত্রী বলেছেন, অনেকই নিজেদের বা আমাদের ভবিষ্যৎ নিয়ে সংশয়ের মধ্যে আছে। বিশেষ করে মধ্যবিত্তদের কথা বলছি।

আগের দিন সোমবার দায়িত্ব গ্রহণের দুই বছরের মধ্যেই পদত্যাগ করেন ফ্রান্সের প্রধানমন্ত্রী এলিজাবেথ বর্নি। চলতি বছরের জুনে ইউরোপীয় পার্লামেন্ট নির্বাচনের আগে প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ সরকারে রদবদল আনতে পারেন এমন আলোচনার মধ্যে সরকারপ্রধানের পদ ছাড়েন তিনি। পরের দিন বর্নির উত্তরসূরি হিসেবে গ্যাব্রিয়েল আতালের নাম ঘোষণা করা হলো। ইউরোপীয় পার্লামেন্ট নির্বাচনের পর থেকে ফ্রান্সের সরকারপ্রধানের দায়িত্ব নেবেন আতাল।

১০ জানুয়ারি ২০২৪, ০৩:৩২পিএম, ঢাকা-বাংলাদেশ।