• ঢাকা, বাংলাদেশ
  • বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ২৬ অগ্রহায়ণ ১৪৩২

সাবেক এমপি শেখ তন্ময় এবং শেখ সালাহউদ্দিনসহ চার জনের বিদেশ গমনে নিষেধাজ্ঞা

সাবেক এমপি শেখ তন্ময় এবং শেখ সালাহউদ্দিনসহ চার জনের বিদেশ গমনে নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক

বাগেরহাট-২ আসনের সাবেক সংসদ সদস্য শেখ তন্ময় ও খুলনা-২ আসনের সাবেক সংসদ সদস্য শেখ সালাহউদ্দিনের বিদেশ গমনে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত।

এছাড়া সালাহউদ্দিনের দুইভাই শেখ সোহেল ও শেখ জালাল উদ্দিন রুবেলের বিদেশ গমনে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত।

দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আজ ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিব এ আদেশ দেন।

আবেদনে বলা হয়েছে, বিগত সরকারের সাবেক মন্ত্রী ও বিভিন্ন নির্বাচনী এলাকার এমপিদের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অকল্পনীয় অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানাধীন রয়েছে। অভিযোগ সংশ্লিষ্ট মন্ত্রী ও এমপিরা তাদের নামে অবৈধভাবে অর্জিত সম্পত্তি হস্তান্তর করে বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন মর্মে বিশ্বস্ত সূত্রে জানা যায়। তারা বিদেশে পালিয়ে গেলে তদন্ত কার্যক্রম দীর্ঘায়িত বা ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে। বিধায় অভিযোগটি সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা প্রদান করা একান্ত প্রয়োজন। 

আদালত আবেদন মঞ্জুর করে আদেশ দেন।

২৪ এপ্রিল ২০২৫, ০৬:৫২পিএম, ঢাকা-বাংলাদেশ।