• ঢাকা, বাংলাদেশ
  • বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ২৬ অগ্রহায়ণ ১৪৩২

বিনামূল্যে পরিবেশসম্মত ব্যাগ কোরবানির বর্জ্য অপসারণে সরবরাহ করা হবে

বিনামূল্যে পরিবেশসম্মত ব্যাগ কোরবানির বর্জ্য অপসারণে সরবরাহ করা হবে

নিজস্ব প্রতিবেদক

কোরবানির প্রাণীর বর্জ্য অপসারণে, বিনামূল্যে পরিবেশ সম্মত ব্যাগ সরবরাহ করবে দেশের সকল সিটি কর্পোরেশন ও পৌরসভা। এছাড়া স্বাস্থ্যসম্মত ও পরিস্কার-পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিতে প্রতিটি হাটে মনিটরিং সেল স্থাপন করা হবে।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদের সভাপতিত্বে গত ১৫ মে ঢাকায় মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভায় এসব সিদ্ধান্ত গৃহীত হয়। 

সভায় সিদ্ধান্ত হয়, নির্ধারিত হাটের বর্জ্য ও কুরবানি পরবর্তী বর্জ্য পরিবেশ সম্মতভাবে অপসারণের লক্ষ্যে দেশের প্রতিটি সিটি কর্পোরেশন ও পৌরসভা বিনামূল্যে পরিবেশ সম্মত ব্যাগ সরবরাহ করবে। এছাড়া ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন কুরবানির বর্জ্য ১২ থেকে ২৪ ঘণ্টার মধ্যে অপসারণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

এ বিষয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে দেশের সকল সিটি কর্পোরেশন, পৌরসভা, জেলা পরিষদ, উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদ এলাকার জন্য চার লাখ প্রচারপত্র ছাপানো হবে। নির্দিষ্ট স্থানে প্রাণী কুরবানিসহ সুষ্ঠুভাবে বর্জ্য ব্যবস্থাপনার বিষয়টি ঈদের আগের জুমা ও ঈদের নামাজের খুৎবায় প্রচার করা হবে। পরিবেশ দূষণ রোধকল্পে স্থানীয় হাট-বাজার ও উন্মুক্ত এলাকায় গণযোগাযোগ অধিদপ্তরের সহযোগিতায় প্রচারপত্র বিতরণ করা হবে।

২৭ মে ২০২৫, ০৬:৪৭পিএম, ঢাকা-বাংলাদেশ।