• ঢাকা, বাংলাদেশ
  • সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২

সিলেট এবং সুনামগঞ্জ সীমান্তে ৭০ জনকে পুশ ইন বিএসএফ

সিলেট এবং সুনামগঞ্জ সীমান্তে ৭০ জনকে পুশ ইন বিএসএফ

নিজস্ব প্রতিবেদক

সিলেট ও সুনামগঞ্জ সীমান্ত দিয়ে ৭০ জনকে পুশ ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এর মধ্যে সিলেট জেলার জৈন্তাপুর উপজেলার মোকামপুঞ্জি, মিনাটিলা ও কোম্পানীগঞ্জ উপজেলার কালাইরাগ সীমান্ত দিয়ে ৫৩ জন এবং সুনামগঞ্জের ছাতক উপজেলার নোয়াকোট সীমান্ত দিয়ে ১৭ জনকে পুশ ইন করা হয়। 

বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি) জানায়, গতকাল বুধবার গভীর রাত থেকে আজ বৃহস্পতিবার ভোর পর্যন্ত এই পুশ ইনের ঘটনা ঘটে। অবৈধভাবে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশের পর ২২ জন পুরুষ, ১৮ জন নারী এবং ৩০ জন শিশুকে আটক করা হয়। তাদের মধ্যে কুড়িগ্রাম জেলার ৪৩ জন ও লালমনিরহাট জেলার ২৭ জন রয়েছেন।

বিজিবির ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ৭০ জনকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। 

১২ জুন ২০২৫, ০৬:৩৬পিএম, ঢাকা-বাংলাদেশ।