• ঢাকা, বাংলাদেশ
  • মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ২ পৌষ ১৪৩২

‘জাতীয় সমবায় পুরস্কার’ মনোনয়ন আহ্বান, থাকছে দশ ক্যাটাগরি

‘জাতীয় সমবায় পুরস্কার’ মনোনয়ন আহ্বান, থাকছে দশ ক্যাটাগরি

নিজস্ব প্রতিবেদক

পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ জাতীয় সমবায় পুরস্কার, ২০২৪ প্রদানের সিদ্ধান্ত নিয়েছে।

এই উপলক্ষ্যে ১০টি ক্যাটাগরিতে ১৪টি জাতীয় সমবায় পুরস্কার প্রদান করা হবে।

এর মধ্যে ১০টি শ্রেণি/ক্যাটাগরিতে ১০টি সমবায় সমিতিকে এবং ৪ জন সমবায়ীকে (২জন পুরুষ, ২জন মহিলা) ২০২৪ সালের সমবায় পুরস্কার প্রদানের জন্য মনোনীত করা হবে।

গত ৮ সেপ্টেম্বর সমবায় অধিদপ্তরে নিবন্ধক ও মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মুনিমা হাফিজ স্বাক্ষরিত পত্রে এতথ্য জানানো হয়।

সমবায় সমিতির শ্রেণি/ক্যাটাগরিসমূহ হল- ১.কৃষিভিত্তিক/সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় ২. সঞ্চয় ও ঋণদান/ক্রেডিট সমবায় ৩. উৎপাদনমুখী সমবায় ৪. ব্যবসায়ী সমবায় ৫. মুক্তিযোদ্ধা সমবায় ৭. মহিলা সমবায়  ৮. পেশাভিত্তিক সমবায় ৯. গৃহায়ন বা বহুমুখী সমবায় এবং ১০. বিশেষ ও অন্যান্য শ্রেণি
আবেদন করার জন্য আবেদন ফরম প্রাপ্তিস্থান পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের ওয়েবসাইট www.rded.gov.bd সমবায় অধিদপ্তরের ওয়েবসাইট www.coop.gov.bd বিভাগীয় সমবায় কার্যালয়, জেলা ও উপজেলা সমবায় দপ্তরসমূহের ওয়েব পোর্টালে ৮ সেপ্টেম্বরের হতে পাওয়া যাবে।

সমবায়ী এবং সমবায় সমিতির প্রতিনিধিকে নিজ উদ্যোগে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন ফরম পূরণপূর্বক অনলাইনে অথবা হার্ডকপি উপজেলা সমবায় কার্যালয়ে ১৬ সেপ্টেম্বরের তারিখের মধ্যে জমা দিতে হবে।

১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৮:১৪পিএম, ঢাকা-বাংলাদেশ।