• ঢাকা, বাংলাদেশ
  • মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২

জানুয়ারির মধ্যে পাঠ্যপুস্তক বিতরণের অঙ্গীকার সরকারের: সালেহউদ্দিন

জানুয়ারির মধ্যে পাঠ্যপুস্তক বিতরণের অঙ্গীকার সরকারের:  সালেহউদ্দিন

নিজস্ব প্রতিবেদক

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, সরকার আগামী বছরের জানুয়ারির মধ্যেই সকল স্কুলের পাঠ্যপুস্তক বিতরণ নিশ্চিত করবে।

তিনি বলেন, ‘কিছু শ্রেণির জন্য পাঠ্যপুস্তক মুদ্রণের অর্ডার ইতোমধ্যে দেওয়া হয়েছে। বর্তমানে কর্তৃপক্ষ প্রাপ্য প্রতিষ্ঠানগুলোর তালিকা যাচাই করছে, যাতে কোনো স্কুল একাধিকবার বরাদ্দ না পায় বা অতীতে অনিয়মে জড়িত কেউ না থাকে।’

আজ রোববার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে উপদেষ্টাদের ক্রয় সংক্রান্ত কমিটি ও অর্থনৈতিকবিষয়ক কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন অর্থ উপদেষ্টা।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকার চায় পূর্বে যেসব শিক্ষা প্রতিষ্ঠান বই পেয়েছে, তারা এবারও যেন সঠিকভাবে পায়। তবে, একইসাথে সরকার অভিযোগ খতিয়ে দেখছে যে, কোনো প্রতিষ্ঠান প্রয়োজনের অতিরিক্ত বই নিয়েছে কি না।

উপদেষ্টা আরো বলেন, আমরা দৃঢ় প্রতিজ্ঞ যে, আগামী দুই সপ্তাহের মধ্যে তালিকা চূড়ান্ত করব, যাতে নির্ধারিত সময়সূচি অনুযায়ী বই বিতরণ করা যায়। আমাদের লক্ষ্য হলো, শিক্ষার্থীরা অবশ্যই ১ জানুয়ারির মধ্যে বই পাবে।

২১ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৩০পিএম, ঢাকা-বাংলাদেশ।