• ঢাকা, বাংলাদেশ
  • শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ২৭ অগ্রহায়ণ ১৪৩২

বিমানবন্দরের কার্গো এলাকায় আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিসের ৩৬ ইউনিট

বিমানবন্দরের কার্গো এলাকায় আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিসের ৩৬ ইউনিট

নিজস্ব প্রতিবেদক

ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো এলাকায় আজ শনিবার দুপুরে অগ্নিকাণ্ড ঘটেছে। খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের ৩৬ ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আজ দুপুর আড়াইটার দিকে বিমানবন্দরের ৮ নম্বর গেট সংলগ্ন কার্গো মালামাল এলাকায় আগুন লাগে।

ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসার জন্য ফায়ার সার্ভিসের ৩৬ ইউনিট কাজ করছে। 

বিমানবন্দর কার্গো এলাকায় সংঘটিত অগ্নি নির্বাপণে কাজ করছে বাংলাদেশ সিভিল এভিয়েশন, বাংলাদেশ সেনাবাহিনী, নৌ-বাহিনী ও বিমান বাহিনী। পাশাপাশি বাংলাদেশ পুলিশের সদস্যরাও কাজ করছে।

এছাড়া, শাহজালাল বিমানবন্দরের কার্গো এলাকায় আগুনের ঘটনায় উদ্ধার সহায়তায় ২ প্লাটুন বিজিবি যোগ দিয়েছে।

১৮ অক্টোবর ২০২৫, ০৬:২১পিএম, ঢাকা-বাংলাদেশ।