• ঢাকা, বাংলাদেশ
  • শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২

আরও ২ বছর বাসসের এমডি থাকছেন আবুল কালাম আজাদ

আরও ২ বছর বাসসের এমডি থাকছেন আবুল কালাম আজাদ

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক হিসেবে আরও দুই বছর থাকছেন আবুল কালাম আজাদ। আগের নিয়োগের ধারাবাহিকতায় আগামী ৪ ফেব্রুয়ারি বা যোগদানে তারিখ থেকে পরবর্তী দুই বছরের জন্য বাসসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক পদে আজাদকে পুনরায় নিয়োগ দিয়ে মঙ্গলবার প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক প্রেস সচিব আজাদকে ২০১৪ সালের ফেব্রুয়ারিতে সচিব পদমর্যাদায় বাসসের এমডি ও প্রধান সম্পাদক পদে চুক্তিতে নিয়োগ দেয় সরকার। এরপর কয়েক দফা তার চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ বাড়ানো হয়।

এর আগে তিনি ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসে প্রেস মিনিস্টার হিসেবে দায়িত্ব পালন করেন।

৩০ জানুয়ারি ২০২৪, ০৭:১৩পিএম, ঢাকা-বাংলাদেশ।