আসছে মৃদু শৈত্যপ্রবাহ
প্রতিকী ছবি
দেশে আবারও মৃদু শৈত্যপ্রবাহ বইতে শুরু করেছে। উত্তরের জনপদ দিনাজপুরে তাপমাত্রা নেমে এসেছে ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে। অনুভূত হচ্ছে তীব্র শীত। অব্যাহত শৈত্যপ্রবাহের পর দিনাজপুর জেলায় গত ৩১ জানুয়ারি থেকে বাড়তে শুরু করে তাপমাত্রা। তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করে। কিন্তু শনিবার উত্তর-পশ্চিমের হিমেল বাতাস প্রবাহিত হতে শুরু করায় নেমে আসে তাপমাত্রা। বইতে শুরু করেছে মৃদু শৈত্যপ্রবাহ।
দিনের বেলা তীব্র রোদ দেখা দিলেও বিকাল থেকে পরের দিন দুপুর পর্যন্ত অনুভূত হচ্ছে তীব্র শীত। অব্যাহত শৈত্যপ্রবাহের পর তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পাওয়ায় কয়েক দিন মানুষ স্বস্তিতে থাকলেও আবার তীব্র শীতে বেড়েছে জনদুর্ভোগ।
এদিকে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, মঙ্গলবার থেকে দেশের পশ্চিমাঞ্চল, উত্তরাঞ্চল ও উত্তর-পশ্চিমাঞ্চলে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। দিনের তাপমাত্রা বৃদ্ধি পেলেও রাতের শীতের তীব্রতা বেড়ে যেতে পারে।
সেই সঙ্গে দেশের নদী অববাহিকায় ঘন কুয়াশা পড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।