• ঢাকা, বাংলাদেশ
  • সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২
মাগুরা

মিছিল দেখতে যাওয়া দুই ভাইয়ের গলাকাটা লাশ উদ্ধার

মিছিল দেখতে যাওয়া দুই ভাইয়ের গলাকাটা লাশ উদ্ধার

জেলা প্রতিনিধি

মাগুরার মহম্মদপুর উপজেলার পানিঘাটা গ্রামের মাঠ থেকে আপন দুই ভাইয়ের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। দুই ভাই শনিবার রাতে পাঁচ রাস্তার মোড়ে বাড়ি থেকে ৫০০ গজ দূরে নির্বাচনের মিছিল ও সমাবেশ দেখছিল।

রবিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার নহাটা ইউনিয়নের পানিঘাটা গ্রামের কালামশে মাঠ থেকে সবুজ হোসেন (৩২) ও হৃদয় হোসেনের (১৭) লাশ উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে একটি দেশীয় অস্ত্রও উদ্ধার করেছে পুলিশ।

নিহত সবুজ ও হৃদয় উপজেলার পানিঘাটা গ্রামের মনজুর মোল্যার ছেলে। সবুজ হোসেন পেশায় একজন ব্যবসায়ী, তিনি ৩ সন্তানের বাবা। অন্যদিকে স্কুলশিক্ষার্থী হৃদয় এবার এসএসসি পরীক্ষার্থী ছিলেন।

নিহতদের পরিবার জানায়, দুই ভাই গতকাল শনিবার রাতে পাঁচ রাস্তার মোড়ে বাড়ি থেকে ৫০০ গজ দূরে নির্বাচনের মিছিল ও সমাবেশ দেখছিল। রাত ৯টার পর থেকে তাদের সঙ্গে পরিবারের কেউ আর যোগাযোগ করতে পারেনি। তারা দুজন কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত না বলেও পরিবার জানায়।

মাঠে কাজ করতে গেলে সবুজ ও হৃদয়ের গলাকাটা লাশ দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরিবারের দাবি, সবুজ ও হৃদয়কে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উল ইসলাম বলেন, 'পুলিশ খবর পেয়ে তাদের লাশ উদ্ধার করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মাগুরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।'

৩১ ডিসেম্বর ২০২৩, ০৬:৩৬পিএম, ঢাকা-বাংলাদেশ।