• ঢাকা, বাংলাদেশ
  • শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২

বুয়েট ছাত্রের মৃত্যু: ছেলের জানাজায় বাবার কান্না

বুয়েট ছাত্রের মৃত্যু: ছেলের জানাজায় বাবার কান্না

জেলা প্রতিনিধি

ছেলের শোকে অনেকটা পাথর হয়ে গেছেন তৌফিকের মা তামিমা তারান্নুর। নির্বাক চোখে তাকিয়ে আছেন তিনি। স্কুলপড়ুয়া ছোট বোন ভাইয়ের জন্য কাঁদছেন অঝোরে। তৌফিকের সঙ্গে স্কুল, কলেজে পড়া অনেক সহপাঠীই এসেছিলেন জানাজায়।

 

তৌফিকের স্কুল (নোয়াখালী জিলা স্কুল) জীবনের সহপাঠী মেজবাহ উদ্দিন জানান, রোজার ঈদের কয়েক দিন আগে একসঙ্গে জিলা স্কুল প্রাঙ্গণে ইফতার অনুষ্ঠান করেছেন তারা। ঈদের পরদিনও তৌফিকের সঙ্গে আড্ডা দিয়েছেন। মাত্র কয়েক দিনের মাথায় প্রিয় বন্ধুটি নেই—এটা বিশ্বাসই করতে পারছেন না কেউ।

 

ছেলের জানাজা পড়তে দূরদূরান্ত থেকে আত্মীয় স্বজন ও লোকজন এসেছেন। নামাজ শুরুর আগে প্রথা অনুযায়ী স্বনদের কাউকে বক্তব্য দিতে হয়। কিন্তু ছেলের জানাজায় কথা বলতে হবে, তা কি কখনও ভাবতে পেরেছেন সন্তানহারা বাবা নোয়াখালী পৌরসভার প্রকৌশলী মোহাম্মদ দেলোয়ার হোসেন?

 

তার কণ্ঠ দিয়ে যেন স্বর বের হচ্ছিল না। কান্নাজড়িত কণ্ঠে ছেলের জন্য সবার কাছে দোয়া চাইলেন। ক্ষমা চাইলেন ছেলের হয়ে। বললেন, ‘এই ছেলেকে নিয়ে আমার ও আমার পরিবারের অনেক স্বপ্ন, অনেক আশা-আকাঙ্ক্ষা ছিল। কিন্তু একটি সড়ক দুর্ঘটনা সব কেড়ে নিল।’

২৪ এপ্রিল ২০২৪, ০৫:৪৮এএম, ঢাকা-বাংলাদেশ।