• ঢাকা, বাংলাদেশ
  • শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২

এবার চট্টগ্রামে নামল ইউক্রেনের বিমান!

এবার চট্টগ্রামে নামল ইউক্রেনের বিমান!

নিজস্ব প্রতিবেদক

বিমানটি হংকং থেকে এসেছে। এটি যাওয়ার কথা রয়েছে ভারতের আহমেদাবাদ বিমানবন্দরে। এটি পৃথিবীর অন্যতম কার্গো বিমান। যার চারটি ইঞ্জিন রয়েছে।

শাহ আমানত বিমানবন্দর পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তাসলিম আহমেদ সময় সংবাদকে জানান, এটি একটি স্বাভাবিক ঘটনা। এ ধরনের বিমান প্রায়ই চট্টগ্রামে নামে, শুধুমাত্র রিফুয়েলিং করার জন্য। এ বিমানটিও একাধিকবার চট্টগ্রামে নেমেছিল। তবে, বিমানটি নামার কথা ছিল ঢাকায়, কিন্তু ঢাকাতে যেহেতু কাতারের আমীর ছিলেন। তাই তারা বিমানটি দ্রুত চট্টগ্রামে পাঠিয়েছে এবং এটি অবতরণ করেছে। বিমানটির ক্রুরা বিশ্রাম নিচ্ছেন। রিফুয়েলিং সম্পন্ন হচ্ছে। আগামীকাল বুধবার (২৪ এপ্রিল) ভোর নাগাদ বিমানটি চট্টগ্রাম ত্যাগ করবে, বিশেষ করে আহমেদাবাদ চলে যাবে।

তিনি আরও জানান, এ ধরনের বিমান নামার মূল কারণ হলো, চট্টগ্রাম বিমানবন্দরের সক্ষমতা বেড়েছে। এটি একেতো বিশাল আকারের বিমান, যেহেতু চট্টগ্রাম বিমানবন্দরের রানওয়ে স্ট্রং করা হয়েছে। তাই বিমানটি এখানে নামতে পেরেছে। এটা একটি স্বাভাবিক ঘটনা। এ ধরনের বিমান নামলে বাংলাদেশ সরকার বেশকিছু রাজস্ব পায়। যেহেতু বিমানটি অবস্থান করছে, ক্রুরা অবস্থান করছে এবং রিফুয়েলিং করছে।

অ্যান্টোনভ এএন-১২৪ কি এখন সবচেয়ে বড় বিমান?

ধারণক্ষমতার দিক দিয়ে দুই বছর আগেও বিশ্বের সবচেয়ে বড় বিমান ছিল অ্যান্টোনভ এএন-২২৫ ম্রিয়া। ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে হামলার পর ওই কার্গো বিমানটি ধ্বংস করে দেয় রাশিয়া। এরপর বিশ্বের সবচেয়ে বড় কার্গো বিমানের তালিকায় উঠে আসে একই প্রতিষ্ঠানের অ্যান্টোনভ এএন-১২৪ এর নাম। বলা হয়ে থাকে ১ লাখ ২০ হাজার কেজি থেকে ১ লাখ ৫০ হাজার কেজি পর্যন্ত ওজনের পণ্যপরিবহন করতে পারে ইউক্রেনের বিমানটি।

ইউক্রেনের এ বিমানটি অন্যতম বড় পণ্যপরিবহন বিমান বলে জানাচ্ছে বিভিন্ন সংস্থা।

২৪ এপ্রিল ২০২৪, ০৫:৪৯এএম, ঢাকা-বাংলাদেশ।