• ঢাকা, বাংলাদেশ
  • শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২

এক রোহিঙ্গাকে কুপিয়ে হত্যা

এক রোহিঙ্গাকে কুপিয়ে হত্যা

জেলা প্রতিনিধি

কক্সবাজারের উখিয়ার কুতুপালং (ক্যাম্প-২) আশ্রয়শিবিরে সন্ত্রাসীরা সৈয়দুল আমিন (৪৫) নামের এক রোহিঙ্গাকে কুপিয়ে হত্যা করেছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যা ছয়টার দিকে ওই আশ্রয়শিবিরের ডি ব্লকের একটি মসজিদের পাশে এ ঘটনা ঘটে। সৈয়দুল আমিন ওই আশ্রয়শিবিরের এ-১১ ব্লকের রোহিঙ্গা আশরাফ আলীর ছেলে।

 

আশ্রয়শিবিরের রোহিঙ্গা নেতা জালাল আহমদ বলেন, গতকাল সন্ধ্যা ছয়টার দিকে একজন রোহিঙ্গা জরুরি কথা আছে জানিয়ে সৈয়দুলকে ঘর থেকে ডেকে মসজিদের পাশের খোলা জায়গায় নিয়ে যান। এরপর ১০-১২ জন সন্ত্রাসী সৈয়দুল আমিনকে এলোপাতাড়ি কোপাতে থাকে। তাতে সৈয়দুল মাথা, মুখমণ্ডল, গলাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত পান। রক্তাক্ত অবস্থায় তিনি মাটিতে ঢলে পড়েন।

 

স্থানীয় রোহিঙ্গারা গুরুতর আহত সৈয়দুলকে উদ্ধার করে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। রাত ১০টার দিকে পুলিশ লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে।

২৪ এপ্রিল ২০২৪, ১০:২৬এএম, ঢাকা-বাংলাদেশ।