• ঢাকা, বাংলাদেশ
  • শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২

বাকিতে সিগারেট না দেওয়ায় দোকানিকে খুন!

বাকিতে সিগারেট না দেওয়ায় দোকানিকে খুন!

প্রতিকী ছবি

জেলা প্রতিনিধি

বাকিতে সিগারেট-চিপস না দেওয়ায় মুন্সীগঞ্জ সদরে এক দোকানিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে মিরকাদিম পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সোহেলের ছোট ভাই রুবেলের বিরুদ্ধে।

সোমবার রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত রুবেলকে (৩৫) আটক করেছে পুলিশ। নিহত দোকানি মোশারফ হোসেন (৫৫)। পৌরসভার কাগজীপাড়া এলাকার বাসিন্দা।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বাড়ির পাশে দোকান থাকায় নিহত মোশারফ দোকানেই ঘুমাতেন। সোমবার রাত দেড়টার দিকে কাউন্সিলর সোহেলের ছোট ভাই রুবেল দোকানে এসে মোশারফের কাছে বাকিতে সিগারেট ও চিপস চান। মোশারফ বাকিতে কিছু দেবেন না বলে জানান।

এ নিয়ে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে মোশারফকে দোকান থেকে টেনে বের করে ধারালো ছুরি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন রুবেল। পরে স্থানীয়রা মোশারফকে উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) থান্দার খায়রুল হাসান জানান, বাকি দেওয়াকে কেন্দ্র করে মোশারফকে কুপিয়ে হত্যা করেন কাউন্সিলরের ভাই রুবেল। এই ঘটনায় রুবেলকে আটক করা হয়েছে। তার সঙ্গে থাকা রক্তমাখা একটি ছুরি উদ্ধার করা হয়েছে। থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

৩০ এপ্রিল ২০২৪, ১২:৪২পিএম, ঢাকা-বাংলাদেশ।