• ঢাকা, বাংলাদেশ
  • মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ২ আশ্বিন ১৪৩১

জাতীয় সংসদ ভবন পরিচ্ছন্ন করল শিক্ষার্থীরা

জাতীয় সংসদ ভবন পরিচ্ছন্ন করল শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক

ছাত্র-জনতার গণবিস্ফোরণের মুখে সোমবার পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে পালিয়েছেন শেখ হাসিনা। আন্দোলনের তীব্র স্রোতে ভেসে সাধারণ মানুষ ঢুকে পড়ে গণভবন এবং সংসদভবনে। এমন পরিস্থিতিতে সেখানে ব্যাপক লুটপাট হয়।

এছাড়া রাষ্ট্রের গুরুত্বপূর্ণ এসব স্থাপনায় বিপুল মানুষের সমাগমের কারণে সেখানে প্রচুর আবর্জনা জমে যায়। যা নিয়ে সামাজিকমাধ্যমে সমালোচনা হয়।

তবে অস্থির সময়ে এসবের মধ্যে নতুন কিছু বার্তা দিয়েছে তরুণরা। আজ মঙ্গলবার শিক্ষার্থীদের একটি দল সংসদ ভবনে পরিচ্ছন্ন কার্যক্রম চালিয়েছে। ভবনের প্রতিটি জায়গা থেকেই আবর্জনা কুড়িয়েছে তারা। তাদের এই কার্যক্রমে সামাজিকমাধ্যমে বাহবা দিচ্ছেন নেটিজেনদের অনেকে।

আসিফ মাহমুদ নামে একজন ফেসবুক ব্যবহারকারী লিখেছেন, ‘তরুণরাই সেরা’।

আশরাফুল ইসলাম শিমুল নামে আরেক ব্যবহারকারী লিখেছেন, ‘এর চেয়ে সুন্দর দৃশ্য আর কি হতে পারে। শিক্ষার্থীরা সংসদ ভবন পরিস্কারের কাজে লেগে গেছে। এইভাবে দেশ পরিস্কার হয়ে যাবে’।

ফাতেমাতুজ জোহরা নামে একজন লিখেছেন, ‘এতো কিছুর মধ্যে এটাই ভালোলাগা।’

০৬ আগস্ট ২০২৪, ০৮:০২পিএম, ঢাকা-বাংলাদেশ।