• ঢাকা, বাংলাদেশ
  • মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১

জেনেভা ক্যাম্পে গুলিবিদ্ধ যুবকের মৃত্যু হাসপাতালে

জেনেভা ক্যাম্পে গুলিবিদ্ধ যুবকের মৃত্যু হাসপাতালে

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর মোহাম্মদপুর এলাকায় জেনেভা ক্যাম্পের ভেতরে দুর্বৃত্তদের গুলিতে সনু (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন।আজ বুধবার সকাল সাড়ে ৮টার দিকে গুলিবিদ্ধ হন সনু। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সকাল সাড়ে ৯টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শামীম হোসেন ও সজীব আহমেদ নামে দুই যুবক তাকে হাসপাতালে নিয়ে আসেন। তারা জানান, নিহত যুবকের প্রতিবেশী তারা।

'সনু জেনেভা ক্যাম্পের পাঁচ নম্বর সেক্টরে থাকতেন এবং ব্যাটারিচালিত রিকশা চালাতেন। আজ সকালে ক্যাম্পের ভেতরে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। সে সময় গুলিও চলে। সে সময় সনু গুলিবিদ্ধ হন,' বলেন তারা।

তারা আরও জানান, মাদক বিক্রি ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত এক মাস যাবৎ ক্যাম্পে প্রায়ই এমন সংঘর্ষ চলছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বলেন, 'সনুর পেটে অন্তত ১৫টি গুলি লেগেছে। ওই যুবকের মরদেহ হাসপাতালের জরুরি বিভাগ মর্গে রাখা হয়েছে। ঘটনাটি মোহাম্মদপুর থানা পুলিশকে জানানো হয়েছে।'

০৪ সেপ্টেম্বর ২০২৪, ০১:২২পিএম, ঢাকা-বাংলাদেশ।