• ঢাকা, বাংলাদেশ
  • রোববার, ০৭ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২

চুয়াডাঙ্গায় ব্যবসায়ীকে রড দিয়ে পিটুনি

চুয়াডাঙ্গায় ব্যবসায়ীকে রড দিয়ে পিটুনি

প্রতিকী ছবি

জেলা প্রতিনিধি

চুয়াডাঙ্গা সদর থানায় অভিযোগ সূত্রে জানা যায়, ইমান আলী ও তার স্ত্রী কাজল রেখা স্বতন্ত্র প্রার্থী দিলীপ কুমার আগরওয়ালার ঈগল প্রতীকের কর্মী। ভোটের আগে থেকে একই এলাকার কয়েকজন তাদের হুমকি-ধমকি দিয়ে আসছিল। নির্বাচনে নৌকার প্রার্থী বিজয়ী হলে ওই আসামিরা বেপরোয়া হয়ে ওঠেন।

বৃহস্পতিবার সন্ধ্যায় কাজল রেখা ও তার স্বামী স্থানীয় আলুকদিয়া বাজারে নিজ ব্যবসায়িক প্রতিষ্ঠানের মালামাল বিক্রি শেষে হিসাব-নিকাশ করছিলেন। এ সময় দলবদ্ধভাবে এসে কয়েকজন ইমান আলীর ওপর হামলা করে। রডের আঘাতে তাকে রক্তাক্ত করা হয়। ব্যবসায়িক প্রতিষ্ঠানের ক্যাশে থাকা টাকা ও কাজল রেখার গলার সোনার চেইন ছিনিয়ে নেয় হামলাকারীরা।

চুয়াডাঙ্গা সদর থানার ওসি শেখ সেকেন্দার আলী বলেন, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

১৩ জানুয়ারি ২০২৪, ১২:১২পিএম, ঢাকা-বাংলাদেশ।