• ঢাকা, বাংলাদেশ
  • সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ২২ আশ্বিন ১৪৩১

আরেক মামলায় আসাদুজ্জামান নূর গ্রেফতার

আরেক মামলায় আসাদুজ্জামান নূর  গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে রাজধানীর মিরপুর থানায় একটি হত্যা মামলায় সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরকে গ্রেফতার দেখানো হয়েছে। পরে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

আজ রোববার সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হক এই আদেশ দেন।

গত ১৫ সেপ্টেম্বর আসাদুজ্জামান নূরকে গ্রেফতার করা হয়। পরে তাকে সিয়াম সরদার (১৭) নামের এক কিশোর হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়। পরদিন তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

আজ সকাল সাড়ে ৭টার পর আসাদুজ্জামান নূরকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। পরে তাকে মিরপুর থানায় দায়ের করা মামুন মিয়া খুনের মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করে মিরপুর থানা-পুলিশ। আদালত পুলিশের আবেদন মঞ্জুর করেছেন। এ সময় আসাদুজ্জামান নূরের জামিন চান তার আইনজীবী লিয়াকত হোসেন।

 

আদালতকে লিখিতভাবে জানানো হয়, আসাদুজ্জামান নূর অসুস্থ। তার বয়স ৭৮ বছর। তিনি হৃদরোগে আক্রান্ত। এ ছাড়া অ্যাজমা ও ডায়াবেটিস রয়েছে। আদালত রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের বক্তব্য শুনে আসাদুজ্জামান নূরের জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মামলার কাগজপত্রের তথ্যমতে, ছাত্র-জনতার আন্দোলনের সময় গত ৫ আগস্ট রাজধানীর মিরপুর ১০ নম্বর গোলচত্বরে গুলিবিদ্ধ হয়ে মারা যান মামুন মিয়া। এ ঘটনায় দায়ের করা মামলায় সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরকে আসামি করা হয়।

২৯ সেপ্টেম্বর ২০২৪, ০৪:৪১পিএম, ঢাকা-বাংলাদেশ।