• ঢাকা, বাংলাদেশ
  • সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২

গাজীপুরে শ্রমিক বিক্ষোভ ঘিরে ২ মহাসড়কে তীব্র যানজট

গাজীপুরে শ্রমিক বিক্ষোভ ঘিরে ২ মহাসড়কে তীব্র যানজট

নিজস্ব প্রতিবেদক

গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক কারখানার শ্রমিকরা।

মঙ্গলবার সকাল থেকে সড়ক অবরোধ করেন তারা। 

তিন মাসের বকেয়া বেতনের দাবিতে শ্রমিকরা বিক্ষোভ করছেন বলে জানা যায়।

অবরোধের কারণে চান্দনা চৌরাস্তা থেকে ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৯ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। ফলে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। যানজটের প্রভাবে ভোগরা বাইপাস হয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কেও গিয়ে পড়ে।

০১ অক্টোবর ২০২৪, ০২:৩০পিএম, ঢাকা-বাংলাদেশ।