• ঢাকা, বাংলাদেশ
  • সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ২২ আশ্বিন ১৪৩১

আইনজীবী নেতাদের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বৈঠক

আইনজীবী নেতাদের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বৈঠক

নিজস্ব প্রতিবেদক

বিএনপিপন্থি আইনজীবী নেতাদের সঙ্গে ভার্চুয়ালি বৈঠক করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

 

বুধবার (২৪ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টায় এ বৈঠক অনুষ্ঠিত হয়। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে বৈঠকে অংশ নেন আইনজীবী নেতারা। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

 

সূত্রমতে, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতাদের সঙ্গে দলের সাংগঠনিক বিষয় ও সাম্প্রতিক ঘটে যাওয়া ঘটনার বিষয়ে আলোচনা করেন লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

 

বৈঠকে অংশ নেন বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী, জয়নাল আবেদীন, আহমেদ আজম খান, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের এ জে মোহাম্মদ আলী, বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাংগঠনিক সম্পাদক গাজী কামরুল ইসলাম সজল প্রমুখ।

২৫ এপ্রিল ২০২৪, ০২:৪৬পিএম, ঢাকা-বাংলাদেশ।