• ঢাকা, বাংলাদেশ
  • মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ২ আশ্বিন ১৪৩১

বিএনপিকে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর দাওয়াত

বিএনপিকে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর দাওয়াত

নিজস্ব প্রতিবেদক

শুক্রবার (২১ জুন) রাত পৌনে ৯টার দিকে তারা দাওয়াত কার্ড নিয়ে বিএনপির অফিসে পৌঁছান। বিএনপির পক্ষ থেকে দাওয়াত কার্ড গ্রহণ করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মো. আবদুস সাত্তার পাটোয়ারী।

 

উল্লেখ্য, আগামী ২৩ জুন আওয়ামী লীগ প্রতিষ্ঠার ৭৫ বছর পূর্তি হচ্ছে।

 

পুরান ঢাকার রোজ গার্ডেন থেকে বঙ্গবন্ধু এভিনিউ। ১৯৪৯ থেকে ২০২৪- সুদীর্ঘ সাড়ে ৭ দশকের সংগ্রামী পথচলা। ২৩ জুন আওয়ামী লীগের ৭৫ বছর পূর্তি উপলক্ষে শুক্রবার (২১ জুন) দলটি আয়োজন করল আনন্দ শোভাযাত্রা।

 

১৯৭১- এ যে ময়দানে বঙ্গবন্ধুর ডাকে মুক্তিযুদ্ধে উজ্জীবিত হয় বাঙালি, সেই সোহরাওয়ার্দী উদ্যান লাগোয়া রমনা থেকে বিকেলে শুরু হয় আনন্দ র‌্যালি। লাল-সবুজের আবহে এতে অংশ নেন হাজার হাজার নেতাকর্মী।

 

জনতার সেই ঢলে যেমন ছিলেন কেরানীগঞ্জের কৃষক, তেমনি ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। সবার মুখেই জয় বাংলা স্লোগান।

২১ জুন ২০২৪, ১০:১৪পিএম, ঢাকা-বাংলাদেশ।