• ঢাকা, বাংলাদেশ
  • রোববার, ০৭ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২

সরকারের সমালোচনা করতে গ্রুপ লাগে না: চুন্নু

সরকারের সমালোচনা করতে গ্রুপ লাগে না: চুন্নু

নিজস্ব প্রতিবেদক

জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেছেন, সরকারের সমালোচনা করতে গ্রুপ লাগে না, আমরা একাই করতে পারি। সমন্বিত বিরোধী দল হলেও জাতীয় পার্টি শক্তিশালী বিরোধী দলের দায়িত্ব পালন করতে পারবে কি না—গণমাধ্যমকর্মীদের এমন প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

বুধবার সকালে সংসদ ভবনে নবনির্বাচিত এমপিদের শপথ গ্রহণ অনুষ্ঠান শেষে গণমাধ্যমের মুখোমুখি হন চুন্নু।

বিরোধী দল নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি জানিয়ে জাপা মহাসচিব বলেন, 'আমরা আবারও বসবো, তখন একটা পরিষ্কার ধারণা আমরা আপনাদের দিতে পারব।'

আপনাদের দলের নেতারা অভিযোগ করছেন, এই সংসদে যদি আপনারা যোগ দেন তাহলে জাতীয় পার্টির কবর রচনা হবে। কার্যালয় দখলের কথাও বলেছেন তারা—এ প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, 'দলের মধ্যে অনেক পথের মুরিদ থাকে।

১০ জানুয়ারি ২০২৪, ০৩:৪০পিএম, ঢাকা-বাংলাদেশ।