• ঢাকা, বাংলাদেশ
  • বুধবার, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ৩০ মাঘ ১৪৩১

দ.আফ্রিকার বিপক্ষে বাংলাদেশ টস জিতে ব্যাটিংয়ে

দ.আফ্রিকার বিপক্ষে বাংলাদেশ টস জিতে ব্যাটিংয়ে

স্পোর্টস ডেস্ক

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত জানিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এই ম্যাচে টেস্ট অভিষেক হচ্ছে জাকের আলীর।

এর আগে, সাম্প্রতিক সময়ে পাকিস্তানকে তাদের মাটিতে টেস্টে হারিয়েছে বাংলাদেশ। যদিও এর পরের সিরিজেই ভারতের মাটিতে নাস্তানাবুদ হতে হয়েছে শান্তর দলকে। সেই ধাক্কা কাটিয়ে এখন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্ট জয়ের স্বাদ পেতে চায় বাংলাদেশ।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে কখনোই জয়ের স্বাদ পায়নি বাংলাদেশ। তবে সাম্প্রতিক সময়ে সাবকন্টিনেন্টে দক্ষিণ আফ্রিকার টেস্ট পরিসংখ্যান আশা জাগাচ্ছে বাংলাদেশকে। সবশেষ ১৩ টেস্টের একটিতেই জয় পায়নি প্রোটিয়ারা। 

তাছাড়া পাকিস্তানকে তাদের মাটিতে হোয়াইটওয়াশ করা বাংলাদেশ অন্তত ঘরের মাঠে প্রোটিয়াদের বিপক্ষে প্রথম টেস্ট জয়ের লক্ষ্যেই মাঠে নামবে।

২১ অক্টোবর ২০২৪, ১১:১৭এএম, ঢাকা-বাংলাদেশ।