আইপিএল: রোহিত মুম্বাই দূরত্ব আরো বাড়ল!
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সফল অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ও রোহিত শর্মা। দুজনই সমান পাঁচবার নেতৃত্বে চূড়ান্ত সাফল্য পেয়েছেন। ধোনি যেমন চেন্নাই সুপার কিংসকে তেমনি রোহিত মুম্বাই ইন্ডিয়ান্সকে জিতিয়েছেন একের পর এক শিরোপা। ধোনির নেতৃত্বে এবারও আইপিএল খেলবে চেন্নাই সুপার কিংস।
কিন্তু অধিনায়ক হিসেবে আইপিএলের পরবর্তী আসরে দেখা যাবে না রোহিতকে। গত ডিসেম্বরে ভারতীয় ওপেনারকে নেতৃত্ব থেকে অপাসরণ করেছে মুম্বাই ইন্ডিয়ানস। ফ্র্যাঞ্চাইজিটি নতুন অধিনায়ক হিসেবে হার্দিক পান্ডিয়ার নাম ঘোষণা করেছে। এ নিয়ে বিদায়ী বছরের শেষ দিকে আলোচনা-সমালোচনা কম হয়নি।
আবারও বিতর্ক দেখা দিলো সেই রোহিতকে নিয়ে। দলের সবচেয়ে সফল অধিনায়ক ও ইতিহাস গড়ার কারিগরকে স্রেফ অবহেলা করল মুম্বাই। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে সাবেক চ্যাম্পিয়নরা একটি ছবি পোস্ট করেছে। সেখানে একাধিক খেলোয়াড় থাকলেও রাখা হয়নি রোহিতকে। যেটি রীতিমতো বিস্ময়কর। কারণ, এ ধরনের ছবিতে মূল দলের অধিনায়ককে রাখাটাই রেওয়াজ।