• ঢাকা, বাংলাদেশ
  • সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২

পাকিস্তান সিরিজ শেষ উইলিয়ামসনের

পাকিস্তান সিরিজ শেষ উইলিয়ামসনের

ফাইল ছবি

স্পোর্টস ডেস্ক

পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে ব্যাটিং করার সময় আহত হয়ে মাঠ ছেড়েছিলেন কেন উইলিয়ামসন। শেষ পর্যন্ত শঙ্কা অনুযায়ী সিরিজ থেকেই ছিটকে গেলেন কিউই অধিনায়ক। অথচ চোট কাটিয়ে এই সিরিজ দিয়েই পূর্ণোদ্দমে ফিরেছিলেন উইলিয়ামসন।

এর আগে আইপিএলের প্রথম ম্যাচে হাঁটুর ইনজুরিতে পড়ে বাইরে ছিলেন টানা সাত মাস। এরপর বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে ম্যাচে ফিল্ডারের ছোড়া বল হাতে লাগলে আবার ছিটকে যান তিনি। এরপর যদিও খেলেছেন সেমিফাইনাল ম্যাচে। তবে এরপর আবার বিরতিতেই ছিলেন অধিনায়ক।

খুব শীগগিরই স্ক্যান করানো হবে উইলিয়ামসনের। এদিকে তার ছিটকে যাওয়ার বিষয়টি নিশ্চিত করলেও সিরিজের বাকি তিন ম্যাচে কে নেতৃত্ব দেবেন, তা এখনো নিশ্চিত করেনি নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)। দ্বিতীয় টি–টোয়েন্টিতে তিনি উঠে যাওয়ার পর বাকি অংশে নেতৃত্ব দিয়েছিলেন টিম সাউদি।

হ্যামিল্টনে রবিবার পাকিস্তানের বিপক্ষে হ্যামস্ট্রিংয়ে চিকিৎসা নিতে দেখা যায় উইলিয়ামসনকে। এ সময় ১৫ বলে ২৬ রানে ব্যাটিং করছিলেন তিনি। পরে মাঠ ছেড়ে যেতে বাধ্য হন। সেই চোটে সিরিজই শেষ হয়ে গেল তার। দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজকে সামনে রেখে কোনো রকম ঝুঁকি না নিতেই তাকে আর না খেলানোর সিদ্ধান্ত নিয়েছে ম্যানেজমেন্ট।

১৫ জানুয়ারি ২০২৪, ০৫:৩৬পিএম, ঢাকা-বাংলাদেশ।