স্পেন-ব্রাজিল মুখোমুখি যেদিন
ব্যর্থতা ভুলে ২০২৪ সালকে স্মরণীয় করে তুলতে চায় ব্রাজিল। কারণ, এ বছরই যে মহাদেশীয় (লাতিন আমেরিকা) ফুটবলের শ্রেষ্ঠত্বের আসর কোপা আমেরিকা অনুষ্ঠিত হবে। দীর্ঘ এক বছর পর স্থায়ী কোচ হিসেবে দরিভাল জুনিয়রকে পাওয়ার পর তাদের প্রথম লড়াই হবে স্পেনের বিপক্ষে। আগামী ২৬ মার্চ রিয়াল মাদ্রিদের স্টেডিয়াম সান্তিয়াগো বার্নাব্যুতে তাদের সঙ্গে ব্রাজিল প্রীতি ম্যাচে মুখোমুখি হবে।
বর্ণবাদ নিয়ে সবাইকে সচেতন করতে এই ম্যাচ খেলবে স্পেন ও ব্রাজিল। সোমবার (১৫ জানুয়ারি) এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ)। গত বছরের ৫ জুন ‘দুই দেশ, একই ত্বক’ স্লোগানের ভিত্তিতে ব্রাজিল ফুটবল ফেডারেশন (সিবিএফ) ও আরএফইএফ এই ম্যাচটি খেলার ঘোষণা দিয়েছিল। ওই সময় ব্রাজিল তারকা ভিনিসিয়ুস জুনিয়র রিয়ালের হয়ে খেলার সময় বেশ কয়েকবার স্প্যানিশ সমর্থকদের কাছে বর্ণবাদের শিকার হন।
সেই ঘটনায় দোষী প্রমাণিত সমর্থকরা স্টেডিয়ামে না ঢোকার নিষেধাজ্ঞার পাশাপাশি জরিমানার শাস্তিও পেয়েছেন। সর্বশেষ ঘটনাটি ঘটে গত বছরের ২১ মে ভ্যালেন্সিয়ার মাঠে ভিনি রিয়ালের জার্সিতে খেলার সময়। দ্বিতীয়ার্ধে ঘটা ওই ঘটনায় কিছুক্ষণের জন্য ম্যাচ বন্ধ ছিল। পরে রেফারি তার ম্যাচ রিপোর্টে জানিয়েছিলেন, ভিনিসিয়ুসকে লক্ষ্য করে গ্যালারি থেকে ‘বানর’ বলে গালি দেওয়া হয়েছে। ২৩ বছর বয়সী ভিনি নিজেও প্রতিবাদ জানিয়ে একটি বিবৃতি দিয়েছিলেন। যেখানে তিনি উল্লেখ করেন— ‘ব্রাজিলে এখন স্পেনকে সবাই বর্ণবাদীদের দেশ বলেই জানে।’