• ঢাকা, বাংলাদেশ
  • মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫, ১১ চৈত্র ১৪৩১

এবার কোচিং পেশায় নামছেন মোহাম্মদ আশরাফুল

এবার কোচিং পেশায় নামছেন মোহাম্মদ আশরাফুল

ফাইল ছবি

স্পোর্টস ডেস্ক

বাইশ গজ ছেড়েছেন আগেই। ঘরোয়া ক্রিকেটেও নিয়মিত মোহাম্মদ আশরাফুল। সাকিব-মাশরাফি যুক্ত হয়েছেন রাজনীতিতে। তামিম ইকবাল নেমেছেন ধারাভাষ্যে। আর এবার দেশের ক্রিকেটের প্রথম আইকন মোহাম্মদ আশরাফুল নামছেন কোচিংয়ে। মার্চেই তিনি পেশাদার কোচিং শুরু করবেন।

বিষয়টি জানিয়েছেন আশরাফুল নিজেই। সম্প্রতি বরগুনা পৌরশহরে ইজি ফ্যাশনের একটি শো-রুমের উদ্বোধন করতে এসে নিজের ক্যারিয়ারের পরবর্তী ভাবনা সম্পর্কে জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (১৬ জানুয়ারি) বিকেলে প্রায় দুই বছর পর বরগুনায় পা রাখেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। এসময় ফুলেল শুভেচ্ছা দিয়ে স্বাগত জানানো হয় তাকে। এছাড়া তাকে একনজর দেখতে ভিড় জমান নানা বয়সের ভক্তরা।

দেশের ক্রিকেটের প্রথম সুপারস্টার মোহাম্মদ আশরাফুল ভবিষ্যৎ ক্রিকেট নিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে বলেন, লেভেল থ্রি কোচিং কোর্স করা আছে। ইতোমধ্যেই কোচ হিসেবে একটি একাডেমিতে যোগদানও করেছি। আগামী মার্চ মাস থেকেই সেখানে কোচ হিসেবে কাজ শুরু করবো।’

১৭ জানুয়ারি ২০২৪, ০৬:৪৭পিএম, ঢাকা-বাংলাদেশ।