আশরাফুলকে নিয়ে যে কারণে খেপলেন সৈয়দ রাসেল

ফাইল ছবি
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সম্প্রচারকারী টেলিভিশনে সিলেট-রংপুর ম্যাচের বিশ্লেষণী অনুষ্ঠানে জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল সমালোচনা করেছেন মাশরাফি বিন মুর্তজার।
আশরাফুল বলেছিলেন, মাশরাফি যদি বিপিএলে না খেলতেন তাহলে তার জায়গায় তরুণ পেসার রেজাউর রহমান খেলার সুযোগ পেত এবং জুনে বিশ্বকাপ দলে জায়গা করে নিতে পারত।
আশরাফুলের এমন সমালোচনায় মাশরাফি বলেছেন, সব জিনিস সব জায়গায় ব্যাখ্যা করা যায় না। তবে এটা ঠিক চোট নিয়ে না খেলাই ভালো। তারপরও টিম যদি চায় তাহলে কারো কিছু করার নেই।
আশরাফুল সমালোচনা করলেও মাশরাফি জাতীয় দলের সাবেক অধিনায়ককে নিয়ে বিরূপ মন্তব্য করেননি; কিন্তু জাতীয় দলের সাবেক পেস বোলার সৈয়দ রাসেল আশরাফুলের কঠোর সমালোচনা করেছেন।
নিজের ফেসবুকে জাতীয় দলের সাবেক পেসার ও সিলেট স্ট্রাইকার্সের বর্তমান কোচ সৈয়দ রাসেল লিখেন- ‘কোটি টাকা খরচ করে মালিকই চেয়েছেন মাশরাফি খেলুক’। আরে ভাই তোর তো বুঝা উচিত টিমের মালিক, যারা কিনা কোটি টাকা খরচ করছে বিপিএলে তারাই চাইছে মাশরাফি খেলুক। তাতে তোর সমস্যা কী?’