• ঢাকা, বাংলাদেশ
  • সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২

বার্সেলোনা ছাড়ছেন জাভি

বার্সেলোনা ছাড়ছেন জাভি

ছবি- সংগৃহিত

স্পোর্টস ডেস্ক

বার্সেলোনার সময়টা খারাপ যাচ্ছে কয়েক বছর ধরে। স্বপ্ন নিয়ে ন্যু কাম্পের দায়িত্ব নিলেও ব্যর্থ হয়েছেন জাভি। ব্যর্থতার বৃত্তে আটকে থাকায় চাকরি ছাড়ার ঘোষণা দিয়েছেন তিনি। শনিবার দিবাগত রাতে ভিয়া রিয়ালের বিপক্ষে ম্যাচের পর এই সিদ্ধান্ত জানিয়েছেন জাভি।

আগামী ৩০ জুনের পর থেকে বার্সেলোনার ডাগ আউটে আর দেখা যাবে না জাভিকে।

চাকরি ছাড়ার ঘোষণায় জাভি বলেছেন, 'আমি এই ক্লাবেরই একজন মানুষ ছিলাম। নিজের চেয়েও ক্লাবকে বড় করে দেখেছি। আমি সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করেছি। আমি মনে করি, ক্লাবের পরিবর্তন দরকার। খেলোয়াড়দের ভালোর জন্য এবং এখন তারা মুক্ত হয়ে খেলতে পারবে। আমাদের অনেক চিন্তা নিয়ে খেলতে হয়েছে।'

২০২১ সালের নভেম্বরে বার্সেলোনার দায়িত্ব নেওয়ার পরের মৌসুমেই জিতিয়েছেন লিগ শিরোপা ও স্প্যানিশ সুপার কাপ। কিন্তু এ মৌসুমে ছন্দ হারিয়েছে দলটি। তাতে চাকরিও ছাড়ার সিদ্ধান্ত নিতে হয়েছে জাভিকে।

২৮ জানুয়ারি ২০২৪, ০৭:২৩পিএম, ঢাকা-বাংলাদেশ।