• ঢাকা, বাংলাদেশ
  • সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২

সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসছে জিম্বাবুয়ে

সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসছে জিম্বাবুয়ে

স্পোর্টস ডেস্ক

জোনাথন টপ অর্ডার ব্যাটসম্যান, টি-টোয়েন্টিতে তিন নম্বরে ব্যাটিং করেন। বাঁহাতি এই ব্যাটসম্যান বোলিংয়ের দায়িত্বও সামলান ঠিকঠাক, নিয়মিত করেন লেগ স্পিন। জিম্বাবুয়ে ক্রিকেট দলে অ্যালিস্টার ক্যাম্পবেলের দীর্ঘ ক্যারিয়ার। ১১ বছরে দেশটির হয়ে ৬০টি টেস্ট ও ১৮৮টি ওয়ানডে খেলেছেন সাবেক বাঁহাতি এই ব্যাটসম্যান। জিম্বাবুয়ে দলে ক্যাম্পবেলের আরেকটি অধ্যায় শুরু হতে যাচ্ছে, যেখানে তার ভূমিকা বাবা হিসেবে। জিম্বাবুয়ে ক্রিকেট দলে ডাক পেয়েছেন তার ছেলে জোনাথন ক্যাম্পবেল।

 

পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসছে জিম্বাবুয়ে। এই সফরের জন্য বুধবার ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে দলটি। এই স্কোয়াডে ডাক মিলেছে জোনাথনের। বাবার দল বা নিজের দেশের হয়ে এখনও কোনো ম্যাচ খেলেননি ২৬ বছর বয়সী এই অলরাউন্ডার। ৩০টি প্রথম শ্রেণি, ৩৯টি লিস্ট 'এ' ও ২৬টি টি-টোয়েন্টি খেলেছেন তিনি।

 

জোনাথন টপ অর্ডার ব্যাটসম্যান, টি-টোয়েন্টিতে তিন নম্বরে ব্যাটিং করেন। বাঁহাতি এই ব্যাটসম্যান বোলিংয়ের দায়িত্বও সামলান ঠিকঠাক, নিয়মিত করেন লেগ স্পিন। বাংলাদেশ সফরে ডাক পাওয়া জোনাথন ও দুই তরুণ ক্রিকেটার ক্লাইভ মাদান্দে ও ব্রায়ান বেনেট গত মাসে আফ্রিকান গেমসে জিম্বাবুয়ে ইমার্জিং দলে ছিলেন।

২৪ এপ্রিল ২০২৪, ০৭:৪৯পিএম, ঢাকা-বাংলাদেশ।