• ঢাকা, বাংলাদেশ
  • সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২

টি টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তান মুখোমুখি যেদিন

টি টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তান মুখোমুখি যেদিন

ফাইল ছবি

স্পোর্টস ডেস্ক

টি টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর চলতি বছরের জুনে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে। এরই মধ্যে আসন্ন আসরের সূচি প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

টি টোয়েন্টি বিশ্বকাপের গত দুই আসরের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। তারা রয়েছে বি-গ্রুপে। তাদের সঙ্গে রয়েছে স্কটল্যান্ড,নামিবিয়া আর ওমান।

এ-গ্রুপে রয়েছে- ভারত, পাকিস্তান, আয়ারল্যান্ড, কানাডা ও যুক্তরাষ্ট্র। টি টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচে কানাডার মুখোমুখি হবে যুক্তরাষ্ট্র। ২৯ জুন বার্বাডোজে হবে ফাইনাল ম্যাচ। তার আগে ৯ জুন নিউইয়র্কে মুখোমুখি হবে ভারত-পাকিস্তান।

এবারের বিশ্বকাপের মূল আয়োজক দেশ ওয়েস্ট ইন্ডিজকে রাখা হয়েছে নিউজিল্যান্ড, আফগানিস্তান, উগান্ডা ও পাপুয়া নিউগিনির সঙ্গে সি-গ্রুপে। আর ডি-গ্রুপে রয়েছে- বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা, শ্রীলংকা, নেদারল্যান্ডস ও নেপাল।

প্রত্যেক গ্রুপ থেকে দুটি করে দল পরবর্তী রাউন্ডে যাবে। বাংলাদেশকে গ্রুপ পর্বের বাধা পেরোতে হলে হারাতে হবে শ্রীলংকা ও দক্ষিণ আফ্রিকার মতো শক্তিশালী দলকে। সেই সঙ্গে নেদারল্যান্ডস চ্যালেঞ্জ জানাবে টাইগারদের। গত বিশ্বকাপে নেদারল্যান্ডসের বিপক্ষে হেরে যায় বাংলাদেশ।

০৬ জানুয়ারি ২০২৪, ০৫:২০পিএম, ঢাকা-বাংলাদেশ।