বরিশালের অধিনায়কত্ব নিয়ে অনিশ্চয়তা!
তাসকিন আহমেদের একটি বল খেলতে গিয়ে বাম হাতের আঙুলে চোট পেয়েছিলেন তামিম ইকবাল। সোমবার তিনি এ আঘাত পান। আঙুলে ব্যান্ডেজ বেধে মাঠ থেকে বেরুতে দেখা গিয়েছিলো তাকে। তবে সেই চোট যে গুরুতর কিছু নয় বুধবার পুরোদমে ব্যাটিং অনুশীলনে নেমে তা বুঝিয়ে দিলেন।
আসন্ন বিপিএলে ফরচুন বরিশালের অধিনায়কত্ব করবেন কে? কোচ মিজানুর রহমান বাবুলও রেখে দিলেন রহস্য।
বুধবার সকালে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামের ইনডোরের পাশের নেটে আসেন তামিম, মাহমুদউল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিম। এই তিন অভিজ্ঞ ব্যাটারই এবার বিপিএল খেলবেন বরিশালের হয়ে।
আঙুলে চোট পেলেও তামিম নেটে পুরোমাত্রায় ব্যাট করে বুঝিয়ে দিয়েছেন। কোচ মিজানুর জানান, সতর্কতামূলক হিসেবে গতকাল অনুশীলন বন্ধ করেছিলেন তিনি। পুরো ফিট তামিমকে পাওয়া যাবে বিপিএলের শুরু থেকে।