• ঢাকা, বাংলাদেশ
  • শুক্রবার, ১১ জুলাই ২০২৫, ২৭ আষাঢ় ১৪৩২

বিশ্বব্যাংকের শর্তে সরানো হলো পিডি

বিশ্বব্যাংকের শর্তে সরানো হলো পিডি

নিজস্ব প্রতিবেদক

প্রকল্পের মেয়াদ রয়েছে আর দুমাস। ভৌত অগ্রগতি ২৪ শতাংশ। আর্থিক অগ্রগতি মাত্র ১৩ দশমিক ৮৪ শতাংশ। অগ্রগতি বলতে কর্মচারী-কর্মকর্তাদের বেতন-ভাতা ও যানবাহন ব্যবহার বাবদ খরচ মুখ্য। অনুমোদনের প্রায় পাঁচ বছরে এ অগ্রগতিতে ক্ষোভ প্রকাশ করে অর্থায়নকারী সংস্থা বিশ্বব্যাংক। অর্থছাড় করতেও অস্বীকৃতি জানায়।

এ অবস্থায় মেয়াদ বাড়ানোর আবেদন করলে প্রকল্প পরিচালক (পিডি) পরিবর্তনসহ বিভিন্ন শর্ত দেয় বিশ্বব্যাংক। এসব শর্ত পূরণ করায় পুনরায় ঋণের অর্থ দিতে রাজি হয়েছে সংস্থাটি। মেয়াদ বাড়ানোর বিষয়টিতে সম্মতি জানালেও আনুষ্ঠানিকতা চূড়ান্ত হয়নি। প্রকল্প সূত্রে এসব তথ্য জানা যায়।

রাজধানীর মানুষের নাগরিক সুবিধা বাড়াতে নেওয়া ‘ঢাকা সিটি নেইবারহুড আপগ্রেডিং প্রজেক্ট’ শীর্ষক প্রকল্পে এ ঘটনা ঘটে। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) সভায় ২০১৯ সালের ১ মার্চ প্রকল্পটি অনুমোদন দেয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, অনুমোদিত ডিপিপি (উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা) অনুযায়ী প্রকল্পটি ৩০ জুন ২০২৪-এ শেষ হওয়ার কথা। প্রকল্পটি অদক্ষতার সঙ্গে পরিচালনার কারণে অগ্রগতি অর্জনে ব্যর্থ হওয়ায় দায়ী সাবেক প্রকল্প পরিচালকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলে বিশ্বব্যাংক। পরে বিশ্বব্যাংকের শর্ত পূরণে প্রকল্প পরিচালক পরিবর্তন করা হয়েছে।

২৭ এপ্রিল ২০২৪, ১০:৪৩এএম, ঢাকা-বাংলাদেশ।